বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মৃত্তিকা ইউনিট কর্তৃক "Fertilizer Recommendation Guide" এর বাংলা সংস্করণ “সার সুপারিশমালা হাতবই-২০১৮” প্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ। মাতৃভাষায় প্রকাশিত হাতবইটি ব্যবহার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মীসহ সকল অংশীজন উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। বইটিতে বিভিন্ন ফসলের সার সুপারিশমালা এবং আনুসাঙ্গিক তথ্যাদি সহজবোধ্য ও প্রাঞ্জল ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান, সারের শ্রেণী বিভাগ, ফসলে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণসমূহ, মাটির জৈব পদার্থ ও উর্বরতা ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ে ভেজাল সার সনাক্তকরণ ইত্যাদি অতি প্রয়াজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করায় বইটির কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। সহজবোধ্য ভাষায় প্রকাশিত হওয়ায় বইটি কৃষকগন নিজেরা ব্যবহার করে সরাসরি উপকৃত হতে পারবেন বলে আশা করা যায়। যথাযথ মৃত্তিকা ও সার ব্যবস্থাপনার মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা ও একটি টেকসই উৎপাদন ব্যবস্থাপনা প্রবর্তনে বইটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
Fertilizer Recommendation Guide এর বাংলা সংস্করণ প্রকাশ সময়ের দাবি ছিল। সময়ের চাহিদার সাথে সাথে উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি ও ফসল অন্তর্ভূক্ত করায় বইটি সংশ্লিষ্ট সম্প্রসারণ কর্মী, কৃষক, বেসরকারী সংস্থা সকলেরই প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।
“সার সুপারিশমালা হাতবই-২০১৮” প্রণয়ন ও মুদ্রণের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
(মোহাম্মদ মহসীন)
মহা-পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর