ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৮, ৯, ১১ |
পটল + লালশাক + আদা |
১৪২ ১২ ৮১ |
২২০০ ৫২৮ ১৩২০ |
১৪৫৭ ১৮২ ৫৪৬ |
১৬১৯ ২৪৩ ১০৫৩ |
৯০০ ১১২ ৪৫০ |
- - - |
৩৫ - - |
২৪ - - |
২০ - - |
রোপন/বপন সময়:
পটল: কার্তিক মাস
লালশাক: কার্তিক মাস
আদা: চৈত্র মাস
রোপন/বপন দুরত্ব:
পটল: ৩৬ ইঞ্চি × ৩৬ ইঞ্চি
লালশাক: ছিটিয়ে বপন
আদা: ১২ ইঞ্চি × ১০ ইঞ্চি (দুই সারি পটলের মাঝে দুই সারি আদা)
সার প্রয়োগ পদ্ধতি:
পটল: চার ভাগের এক ভাগ ইউরিয়া এবং অন্যান্য সমুদয় সার পটল রোপনের ৫-৭ দিন পর গর্তে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান তিন ভাগে রোপনের ৪০, ৮০ ও ১২০ দিন পর গর্তে প্রয়োগ করতে হবে।
লালশাক: বপনের সময় সমুদয় সার ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
আদা: অর্ধেক ইউরিয়া ও এমওপি সার এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে এবং বাকি ইউরিয়া ও এমওপি সার আদা রোপনের ৬০-৮০ দিন পর আদার সারিতে প্রয়োগ করতে হবে।
(কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৮, ৯, ১১, ২৫ |
হাইব্রিড ভুট্টা + পুঁইশাক |
২৪ ৭৩ |
২২৮৮ ২২০ |
১৬৩৯ - |
৯৩২ - |
১৫৭৪ - |
- - |
৫৩ - |
২৪ - |
১২ - |
রোপন/বপন সময়: চৈত্র-বৈশাখ
রোপন/বপন দুরত্ব:
ভুট্টার জোড় সারি (১৫ ইঞ্চি - ৬০ ইঞ্চি × ৮ ইঞ্চি) এর মধ্যে ৩ সারি পুঁইশাক
ভুট্টার একক সারি একক সারি (৩০ ইঞ্চি × ৮ ইঞ্চি + ১ সারি) এর মধ্যে ১ সারি পুঁইশাক
সার প্রয়োগ পদ্ধতি:
ভুট্টা ও পুঁইশাকের এক তৃতীয়াংশ ইউরিয়া এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ২০-২৫ দিন পর এবং ৪০-৪৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৮, ৯, ১১ |
মিষ্টি কুমড়া + বাঁধাকপি |
১২১ ১৭৪ |
৭০৪ ৭৯২ |
৩১৯ ৪৫৫ |
৮১০ ৭২৯ |
৫৬২ ৭০৪ |
- - |
৩৫ - |
২৪ - |
২০ - |
রোপন/বপন সময়: কার্তিকের মাঝামাঝি থেকে অগ্রহায়নের মাঝামাঝি
রোপন/বপন দুরত্ব:
মিষ্টি কুমড়া ৮০ ইঞ্চি × ৮০ ইঞ্চি দুরত্বে সারিতে রোপন করতে হবে; দুই সারি মিষ্টি কুমড়ার মাঝে ৩ সারি বাঁধাকপি (৩২ ইঞ্চি × ২০ ইঞ্চি দুরত্বে) রোপন করতে হবে
সার প্রয়োগ পদ্ধতি:
মিষ্টি কুমড়াতে ইউরিয়া ছাড়া অন্যান্য সমুদয় সার বীজ বপনের ৫-৭ দিন পুর্বে গর্তে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান দুই ভাগে বপনের ৩০ দিন এবং ৫০ দিন পর পার্শ্ব প্রয়োগ করতে হবে।
বাঁধা কপিতে ইউরিয়া ও এমওপি ছাড়া অন্যান্য সমুদয় সার শেষ চাষের সময় চিটিয়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও এমওপি সার সমান তিন ভাগে রোপনের ১৫, ৩০ ও ৪৫ দিন পর পার্শ্ব প্রয়োগ করতে হবে
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১, ৩, ১১ |
হাইব্রিড ভূট্টা (১০০%) + সয়াবিন (৩৩%) |
৩০ ৪.৫ |
২২৪৪ |
৫৪৬
|
১১৩৪
|
৯০০
|
৪২৬ |
১০৬
|
৪৮
|
-
|
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ১ ও ৩ এর জন্য
রোপন/বপন সময়: অগ্রহায়ন মাস
রোপন/বপন দুরত্ব:
দুই সারি ভূট্টার (৩০ইঞ্চি x ১০ ইঞ্চি) মাঝে দুই সারি সয়াবিন (১০ ইঞ্চি x ৪ ইঞ্চি ) অথবা ভূট্টার জোড় সারির (১২ ইঞ্চি - ৪৮ ইঞ্চি x ১০ ইঞ্চি) মাঝে চার সারি সয়াবিন (১২ ইঞ্চি x ৪ ইঞ্চি )
সার প্রয়োগ পদ্ধতি:
ইউরিয়া সারের এক তৃতীয়াংশ এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ৩৫ ও ৬৫ দিন পর ভূট্টার সারিতে প্রয়োগ করতে হবে
শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৮, ৯, ১১ |
বেগুন + ধনিয়া |
৬১ ২ |
১৬৭২ | ৩৬৪ | ১১৩৪ | ৪৫০ |
- |
৩৫ |
২৪ |
২০ |
রোপন/বপন সময়: কার্তিক মাস
রোপন/বপন দুরত্ব:
বেগুন ২৮ ইঞ্চি দ্ধ ২৪ ইঞ্চি দুরত্বে সারিতে রোপন করতে হবে; দুই সারি বেগুনের মাঝে ২ সারি ধনিয়া (৪ ইঞ্চি দুরতে ও সারিতে) বপন করতে হবে
সার প্রয়োগ পদ্ধতি:
দুই তৃতীয়াংশ ইউরিয়া ও এমওপি এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের পুর্বে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া ও এমওপি সার সমান তিন ভাগে রোপন/বপনের ২০, ৪০ এবং ৬০ দিন পর পার্শ্ব প্রয়োগ করতে হবে
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৩, ১১, ২৩ |
হাইব্রিড ভূট্টা (১০০%) + গাজর (৩৩%) |
৩২ ২০ |
২২৪৪ |
৫৪৬
|
১১৩৪
|
৯০০
|
৪২৬ |
১০৬
|
৪৮
|
১৪
|
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ৩ এর জন্য
রোপন/বপন সময়: অগ্রহায়ন মাস
রোপন/বপন দুরত্ব:
ভূট্টার জোড় সারির (১২ ইঞ্চি - ৪৮ ইঞ্চি x ১০ ইঞ্চি) মাঝে চার সারি সয়াবিন (১২ ইঞ্চি x ৪ ইঞ্চি )
সার প্রয়োগ পদ্ধতি:
ইউরিয়া সারের এক তৃতীয়াংশ এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ৩৫ ও ৬৫ দিন পর ভূট্টার সারিতে প্রয়োগ করতে হবে
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৪, ১১, ১২ |
পেঁয়াজ (১০০%) + হাইব্রিড ভূট্টা (১০%) |
৫০ ৬ |
১০৫৬ |
৪৫৫ |
১০৫৩
|
৯০০ |
- |
৭৯ |
২৪ |
-
|
রোপন/বপন সময়: পৌষের প্রথম পক্ষ
রোপন/বপন দুরত্ব:
পেঁয়াজের সারির মাঝ দিয়ে ৫৬ ইঞ্চি পর পর এক সারি ভূট্টা
সার প্রয়োগ পদ্ধতি:
অর্ধেক ইউরিয়া সার এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ৩ ও ৫ সপ্তাহ পর ছিটিয়ে প্রয়োগ করতে হবে
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৩, ৮, ১৫, ২৫, ২৮ |
হাইব্রিড ভূট্টা (১০০%) + পালংশাক/লালশাক/গিমাকলমী |
৩২ ১৮ ১৪ ৪৩ |
২২৪৪ |
৫৪৬
|
১১৩৪
|
৯০০
|
৪২৬ |
১০৬
|
৪৮
|
১৪
|
রোপন/বপন সময়: কার্তিক মাস
রোপন/বপন দুরত্ব:
ভূট্টার সারির (৩০ইঞ্চি x ১০ ইঞ্চি) মাঝে দুই সারি পালংশাক/লালশাক/গিমাকলমী (১০ ইঞ্চি ফাঁকা সারি )
সার প্রয়োগ পদ্ধতি:
ইউরিয়া সারের এক তৃতীয়াংশ এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ৩০ ও ৬০ দিন পর ভূট্টার সারিতে প্রয়োগ করতে হবে
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১১, ২৬ |
ছোলা (৬৭%) + তিশি (৩৩%) |
৪ ১.২ |
১৭৬ |
২৭৩ |
২৪৩ |
৪৫০ |
- |
৩৫ |
১২ |
-
|
রোপন/বপন সময়: কার্তিক মাস
রোপন/বপন দুরত্ব:
দুই সারি ছোলার (১২ ইঞ্চি x ৪ ইঞ্চি) মাঝে এক সারি তিশি বপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি:
সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১১, ২৬ |
ছোলা (৫০%) + সরিষা (৫০%) |
৩ ৩.২ |
৩৫২ |
২৭৩ |
৪৮৬ |
৪৫০ |
- |
৫৩ |
৩৬ |
-
|
রোপন/বপন সময়: কার্তিক মাস
বপন পদ্ধতি : দুই সারি ছোলার (১২ ইঞ্চি x ৪ ইঞ্চি) পর পর একই দুরত্বে দুই সারি সরিষা বপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি:
সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১১, ১৬, ২৬ |
গম (৬৭%) + ছোলা (৩৩%) |
১২ ২.৮ |
৮৮০ |
২২৮ |
৪০৫ |
২২৫ |
- |
৩৫ |
২৪ |
- |
রোপন/বপন সময়: অগ্রহায়নের দ্বিতীয় পক্ষ।
রোপন/বপন দুরত্ব:
দুই সারি গমের (৮ ইঞ্চি দুরত্বে) পর পর এক সারি ছোলা বপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি:
সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১১, ১৯ |
নাবী পাট (বীজ) (১০০%) + মুলা |
৪ ৬৪ |
১৫৮৪ |
২৩৭ |
২৬৭ |
৪৫০ |
- |
- |
- |
- |
রোপন/বপন সময়: অগ্রহায়নের দ্বিতীয় পক্ষ।
রোপন/বপন দুরত্ব: এক সারি পাটের (১২ ইঞ্চি x ৪ ইঞ্চি) মাঝে এক সারি মুলা বপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি: এক তৃতীয়াংশ ইউরিয়া ও অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ২০ ও ৩৫ দিন পর ছিটিয়ে উপরি প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১২, ১৮, ১৯ |
বাদাম (১০০%) + তিল (৩৩%) |
৬ ২ |
৪৪০ |
২৭৩ |
৪০৫ |
৬৭৫ |
- |
৩৫ |
২৪ |
- |
রোপন/বপন সময়: ফাাল্গুন - চৈত্র
রোপন/বপন দুরত্ব: জোড় সারি তিলের মধ্যে ১০ ইঞ্চি x ৪ ইঞ্চি দুরত্বে তিন সারি বাদাম লাগাতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি: দুই তৃতীয়াংশ ইউরিয়া ও অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া বপনের ২৫ দিন পর তিলের সারিতে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১, ৩, ১৫, ২৫ |
আলু (১০০%) + লালশাক/পালংশাক |
১১০ ১০ |
১৩২০ |
৩৪৬ |
১২৯৬ |
৩৩৭ |
৪২৬ |
৫৩ |
২৪ |
১০ |
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ১ ও ৩ এর জন্য
রোপন/বপন সময়: কার্তিক মাস।
বপন পদ্ধতি : দুই সারি আলুর (২৪ ইঞ্চি x ১২ ইঞ্চি) মাঝে দুই সারি লালশাক/পালংশাক বপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি : এক তৃতীয়াংশ ইউরিয়া ও অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ২৫ দিন ও ৪৫-৫ দিন পর আলুর সারিতে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১, ৩, ১৫, ২৫ |
আলু (১০০%) + লালশাক/পালংশাক |
১১০ ১০ |
১৩২০ |
৩৪৬ |
১২৯৬ |
৩৩৭ |
৪২৬ |
৫৩ |
২৪ |
১০ |
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ১ ও ৩ এর জন্য
রোপন/বপন সময়: কার্তিক মাস।
বপন পদ্ধতি : দুই সারি আলুর (২৪ ইঞ্চি x ১২ ইঞ্চি) মাঝে দুই সারি লালশাক/পালংশাক বপন করতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি : এক তৃতীয়াংশ ইউরিয়া ও অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সমান দুই ভাগে বপনের ২৫ দিন ও ৪৫-৫ দিন পর আলুর সারিতে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৩, ৮, ১৫, ২৫, ২৮ |
আলু (১০০%) + লালশাক + মিষ্টি কুমড়া |
১০০
৮
১০ |
১৩২০ |
৩৪৬ |
১২৯৬ |
৩৩৭ |
৪২৬ |
৫৩ |
২৪ |
১০ |
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ৩ এর জন্য
রোপন/বপন সময়: কার্তিক মাস ।
রোপন/বপন দুরত্ব: আলু সারিতে (২৪ ইঞ্চি x ১২ ইঞ্চি) লাগাতে হবে। লালশাক ছিটিয়ে বপন করতে হবে এবং মিষ্টি কুমড়া গর্তে লাগাতে হবে।
সার প্রয়োগ পদ্ধতি: দুই তৃতীয়াংশ ইউরিয়া ও অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া আলু লাগানোর ৩০ দিন পর আলুর সারিতে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ৩, ৭,৯, ২৮ |
কলা + ধৈঞ্চা |
৯০ ৯০ (গাছের কাঁচা ওজন) |
১১৪৪ |
১৮২ |
৬৯৬ |
২২৫ |
৪২৬ |
- |
- |
৪৮ |
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ৩ ও ২৮ এর জন্য
বপন দুরত্ব: কলার গর্তের আকার ১৫ ইঞ্চি x ১৫ ইঞ্চি x ১০ ইঞ্চি ।
সার প্রয়োগ পদ্ধতি: কলা লাগানোর পুর্বে প্রতি গর্তে ৫ কেজি গোবর, ২৫ গ্রাম টিএসপি, ২৫ গ্রাম এমওপি এবং তিন মাস পর ২৫ গ্রাম ইউরিয়া ও ২৫ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১, ১১, ২৫ |
ইক্ষু (১০০%) + পেঁয়াজ |
৪০০
৪০ |
১৩২০
৬৬০ |
৪৫৫
২৭৩ |
৮২১০
৬০৭ |
৬৭৫
৬৭৫ |
৮৫২
- |
-
- |
-
- |
|
* ম্যাগনেসিয়াম সালফেট শুধুমাত্র কৃষি পরিবেশ অঞ্চল ১ জন্য
বপন সময়: কার্তিক মাস
বপন পদ্ধতি: দুই সারি আখের (৪০ ইঞ্চি x ১৮ ইঞ্চি) মধ্যে তিন সারি কাটা পেঁয়াজ (১২ ইঞ্চি x ৪ ইঞ্চি) লাগাতে হবে ।
সার প্রয়োগ পদ্ধতি: অর্ধেক এমওটি এবং সমুদয় টিএসপি, জিপসাম ও ম্যাগনেসিয়াম সালফেট শেষ চাষর সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান তিন ভাগে ইক্ষু রোপনের ২০ দিন পর, ৪-৬ টি কুশি স্তরে ও ভ্যালী তৈরীর সময় আখের সারিতে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি ৪-৬ টি কুশি স্তরে ইউরিয়া প্রয়োগের সময় প্রয়োগ করতে হবে। পেঁয়াজের সমুদয় সার শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১, ১১, ২৫ |
ইক্ষু + আলু (জোড় সারি) + গিমা কলমী |
৪০৫
৪০
৪০ |
১৩২০
৬১৬
২৪৬ |
৪৫৫
১৩৭
২৫৫ |
৮২০
৪৮৬
২৪৩ |
৬৭৫
-
৪৫ |
৮৫২
-
- |
-
-
- |
-
-
- |
-
-
- |
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ১ ও ২৫ এর জন্য
রোপন/বপন সময়: ইক্ষু ও আলু:কার্তিক; গিমাকলমী: ফাল্গুন-বৈশাখ
বপন পদ্ধতি: জোড় সারি আখের (৫৬ ইঞ্চি - ২৪ ইঞ্চি x ১৮ ইঞ্চি ) মধ্যে তিন সারি আলু ও গিমাকলমী (১২ ইঞ্চি দুরত্বের সারিত) লাগাতে হবে ।
সার প্রয়োগ পদ্ধতি: ইক্ষুর অর্ধেক এমওপি এবং সমুদয় টিএসপি, জিপসাম ও ম্যাগনেসিয়াম সালফেট শেষ চাষর সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান তিন ভাগে ইক্ষু রোপনের ২০ দিন পর, ৪-৬ টি কুশি স্তরে ও ভ্যালী তৈরীর সময় আখের সারিতে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি ৪-৬ টি কুশি স্তরে ইউরিয়া প্রয়োগের সময় প্রয়োগ করতে হবে। আলুর অর্ধেক ইউরিয়া ও এমওপি এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি ৩০-৩৫ দিন পর আলুর ভ্যালী তৈরীরর সময় সারিতে পার্শ্ব প্রয়োগ করতে হবে। গিমা কিলমীর সমুদয় সার শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। ইক্ষুরঅর্ধেক এমওপি এবং সমুদয় টিএসপি, জিপসাম ও ম্যাগনেসিয়াম সালফেট শেষ চাষর সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান তিন ভাগে ইক্ষু রোপনের ২০ দিন পর, ৪-৬ টি কুশি স্তরে ও ভ্যালী তৈরীর সময় আখের সারিতে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি ৪-৬ টি কুশি স্তরে ইউরিয়া প্রয়োগের সময় প্রয়োগ করতে হবে। আলুর অর্ধেক ইউরিয়া ও এমওপি এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি ৩০-৩৫ দিন পর আলুর ভ্যালী তৈরীরর সময় সারিতে পার্শ্ব প্রয়োগ করতে হবে। গিমা কিলমীর সমুদয় সার শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
ভূমি শ্রেণী ও কৃষি পরিবেশ অঞ্চল (কৃপঅ) | আন্তঃফসল
|
কাঙ্ক্ষিত ফলন (কেজি/শতাংশ) | অনুমোদিত সারের মাত্রা (গ্রাম/শতাংশ) | জৈব সার (কেজি/শতাংশ) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ইউরিয়া | টিএসপি/ডিএপি | এমওপি | জিমসাম | *ম্যাগ সালফেট | জিংক সালফেট | বোরিক এসিড | ||||
উঁচু ও মাঝারি উঁচু জমি; কৃপঅ: ১, ১১, ২৫ |
ইক্ষু (জোড় সারি) + আলু + লালশাক |
৪০৫
৪০
২৪ |
১৩২০
৬১৬
২০২ |
৪৫৫
১৩৭
৪৬ |
৮১০
৪৮৬
২০২ |
৬৭৫
-
৪৫ |
৮৫২
-
- |
-
-
- |
-
-
- |
- |
* ম্যাগনেসিয়াম সালফেট কৃষি পরিবেশ অঞ্চল ১ ও ২৫ এর জন্য
বপন সময়: ইক্ষু ও আলু:কার্তিক; লালশাক: ফাল্গুন-বৈশাখ
বপন পদ্ধতি: জোড় সারি আখের (৫৬ ইঞ্চি - ২৪ ইঞ্চি x ১৮ ইঞ্চি ) মধ্যে তিন সারি আলু ও গিমাকলমী (১২ ইঞ্চি দুরত্বের সারিত) লাগাতে হবে ।
সার প্রয়োগ পদ্ধতি: ইক্ষুর অর্ধেক এমওপি এবং সমুদয় টিএসপি, জিপসাম ও ম্যাগনেসিয়াম সালফেট শেষ চাষর সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান তিন ভাগে ইক্ষু রোপনের ২০ দিন পর, ৪-৬ টি কুশি স্তরে ও ভ্যালী তৈরীর সময় আখের সারিতে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি ৪-৬ টি কুশি স্তরে ইউরিয়া প্রয়োগের সময় প্রয়োগ করতে হবে। আলুর অর্ধেক ইউরিয়া ও এমওপি এবং অন্যান্য সমুদয় সার শেষ চাষের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি ৩০-৩৫ দিন পর আলুর ভ্যালী তৈরীরর সময় সারিতে পার্শ্ব প্রয়োগ করতে হবে। লালশাকের সমুদয় সার শেষ চাষের সময় ছিটিয়ে প্রয়োগ করতে হবে।