বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের একটি অন্যতম দায়িত্ব হিসেবে Fertilizer Recommendation Guide (FRG) প্রণয়ন ও একটি নির্দিষ্ট সময় পর পর তা হালনাগাদ করে আসছে। বিগত ১৯৭৯ থেকে শুরু করে ১৯৮৫, ১৯৮৯, ১৯৯৭, ২০০৫ ও ২০১২ সালে এপর্যন্ত মোট ছয়টি FRG প্রণয়ন ও হালনাগাদ করে ইংরেজিতে প্রকাশ করা হয়েছে। ইংরেজিতে প্রকাশিত হওয়ায় বইগুলি কৃষকেরা নিজেরা ব্যবহার করে সরাসরি উপকৃত হতে পারেন না, সম্প্রসারণ কর্মী/বিজ্ঞানীদের সহায়তার প্রয়োজন হয়। বিষয়টি অনুধাবন করে এবছর বইটির ইংরেজি সংস্করণের পাশাপাশি কৃষকদের ব্যবহারোপযোগি করে সহজবোধ্য ভাষায় “সার সুপুরিশমালা হাতবই-২০১৮” শিরোনামে বাংলা সংস্করণ প্রকাশ করা হয়েছে। হাতবইটির বহুল ব্যবহার উৎসাহিত করার নিমিত্ত অনলাইনে এবং মোবাইল এ্যাপের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। হাতবইটি কৃষকেরা নিজেরাই ব্যবহার করে উপকৃত হতে পারবেন। দেশের মৃত্তিকা উর্বরতা ও সার ব্যবস্থাপনায় এবং সর্বোপরি দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় হাতবইটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করা যায়।